খোয়াব - ভাবনার ভাষা, সময়ের গদ্য
বাংলা লিটল ম্যাগের নতুন ঠেক ইন্টারনেট।অনেক ভেবে নয়, অল্প ভেবেই এই একটি বাক্য রচনা করা গেল যার পক্ষ বিপক্ষ নেই। যত দিন যাবে ততই থাকবে না, কিন্তু বাঙালী বড় পক্ষ বিপক্ষ চায়!
এই সময়ে বাংলা ই-ম্যাগগুলো সবই গদ্য পদ্য মিশিয়ে, কিছু বা শুধুমাত্র পদ্যের। খোয়াব-এ কিন্তু পদ্য নেই, শুধু গদ্য আছে - সব রকমের গদ্য এখানে স্বাগত।
পাঠকবর্গকে জানাই, খোয়াব-এর সূচনায় কোথাও কোন বিদ্যুতের লতা ঝিলিক দিয়ে ওঠে নি। খোয়াব-এর শক্ ভ্যালু শূন্য। শুরুর প্রবণতা থেকে শেষের পরিণতি পর্যন্ত এর ধক্ ভ্যালু আলফা। আন্তরিক অভিলাষের এই ধ্রুবকটি সকালের আলোর মতোই নরম আর স্পষ্ট। বিচিত্র ও দীর্ঘ যেসকল পথের চলা শুরু হয়ে যাবে এরপর, তারা হবে আদ্যন্ত বুদ্ধিমনস্ক। অনুসিদ্ধান্তে গদ্যমনস্ক।
সর্বোপরি এ হল খোয়াব। ভাবনার ভাষা, সময়ের গদ্য । আশা করি, বিভিন্ন হস্তাবলেপিত পুলি পিঠাগুলি আপনাদের অলৌকিক মনে হবে। আশা করি, আপনাদের মননের পোলাপানগুলি ফণফণিয়ে উঠবে অক্ষরের ঋদ্ধ খোরাকি পেয়ে, আর পুনরায় ভাববে ঋত্বিক ঘটকের কথা।
খামোখা ঋত্বিক ঘটক কেন? কালকূট, জরাসন্ধ - এরা নয় কেন? আরে ও মশাই, আপনি কি কলোনী নাকি, ঐ নবান্নদার লোক? শুনুন, শুনে রাখুন...
এতসব কৌতুহলের উত্তর একবারে দেওয়ার কোন চান্সই নেই। তবে খেয়াল করুন, কথা পাড়তে না পাড়তেই গদ্যমহাল কি রকম সরগরম হয়ে উঠল। খোয়াবে দুঃসাধ্য বা দুষ্প্রাপ্য কিছুই নেই, কিন্তু গদ্যজ্জনেরা বড় পক্ষ বিপক্ষ চায় !