খোয়াব- ভাবনার ভাষা সময়ের গদ্য

খোয়াব- ভাবনার ভাষা সময়ের গদ্য
সম্পূর্ণ গদ্যনির্ভর সাহিত্য পত্রিকা

Friday, July 9, 2010

খোয়াবের শিকড়-বাকড় - ৩

পত্রিকার নাম কি হবে? পত্রিকা করব তা মোটামুটি চুড়ান্ত হওয়ার পরে, এটাই আমাদের প্রধান মাথা ব্যাথার বিষয় হয়ে উঠল। নামটা অবশ্যই বেশ শিল্পসম্মত হওয়া চাই, আবার ইংরেজী বানানে খুব একটা খটমট হলেও মুশকিল। ওয়েব সাইট-এর ডোমেইন নেম পত্রিকার নামে হওয়াই বাঞ্ছনীয়। আর ডোমেইন নেমের বানান ঠিক করতে গিয়েই যদি পাঠক ভিরমি খান, তো পত্রিকা দেখবেন কি করে? ২৮শে মে মাল্যবানদা সম্ভাব্য ৪০টি নামের একটা তালিকা মেইল করেছিলেন খোয়াবের সব সদস্যকে। এর মধ্যে পাঁচটি নাম আবার বোল্ড লেটারে আলাদা করে চিহ্নিত করা, অর্থাৎ কিনা এগুলি মাল্যবানদার পছন্দসই। এদের মধ্যে কোথায়ই কিন্তু 'খোয়াব' ছিল না। ওই দিনই দুপুর বেলায় আবার মাল্যবানদার আরও একটা মেইল। মেইলে বড় বড় কমলা হরফে লেখা - "আরেকটি নাম... খোয়াব/খোয়াবনামা"। এই 'খোয়াব' আর 'খোয়াবনামা' শব্দদুটোর মধ্যে কি যেন একটা ম্যাজিক ছিল, আমি এককথায় খোয়াবের সপক্ষে হাত তুলে দিলাম। মাথার মধ্যে আর একটা সম্ভাবনাও খেলে গেল, - "পত্রিকার নাম যদি হয় 'খোয়াব', তবে পত্রিকার মুখবন্ধের শিরোনাম 'খোয়াবনামা' দিলে কেমন হয়?"। ওই যে বললাম নামটার মধ্যে একটা কোথায় যেন ম্যাজিক ছিল, দেখলাম খোয়াবের বাকি উৎসাহীরাও হাত তুলে দিলেন বিনা বাক্যব্যয়ে।